বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ এএম
ছবি : ভোরের আকাশ
অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ, রয়েল নরওয়েজিয়ান এম্বেসি ঢাকা, সুইডেন অ্যাম্বাসি ঢাকা এবং ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেছেন।
পরিদর্শনে অংশ নেন—সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনার; হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নরওয়ের রাষ্ট্রদূত; নিকোলাস উইকস, সুইডেনের রাষ্ট্রদূত; আসিফ কাশেম, প্রোগ্রাম ম্যানেজার, অস্ট্রেলিয়ান হাইকমিশন; স্টেফান লিলার, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, UNDP বাংলাদেশ; সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক, এভিসিবি-৩; রোমানা শোয়াইগার, উপদেষ্টা, UNDP বাংলাদেশসহ বিভিন্ন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও UNDP প্রতিনিধিরা।
প্রতিনিধিদল প্রত্যক্ষ করেন কীভাবে গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য সহজ, সাশ্রয়ী ও সম্প্রদায়ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করছে। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম আদালতের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, এ উদ্যোগ তাদের সময় ও খরচ বাঁচিয়েছে এবং ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি করেছে।
সফরের আয়োজক ছিলেন নাদিরা রহমান, চেয়ারম্যান, টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদ। তিনি প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন।
এ সফর বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং UNDP-র মধ্যে সহযোগিতার দৃঢ়তা প্রদর্শন করেছে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতের কার্যকারিতা আরও জোরদার করবে।
ভোরের আকাশ/মো.আ.