নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৫:২০ পিএম
নিয়ামতপুরে মৃদু তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গত চার দিন ধরে চলা মৃদু তাপপ্রবাহে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সকাল থেকেই সূর্যের তেজ বাড়তে থাকায় রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে দুপুরের পরপরই। গরমের প্রভাবে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
দিনমজুর জালাল বলেন,গরমে কাজ করতে পারি না। মাথা ঝিমঝিম করে, শরীরও দুর্বল লাগে। কিন্তু সংসার চালাতে তো মাঠে নামতেই হয়।
রিকশাচালক সাইফুল বলেন,গরমে যাত্রীও কম, রিকশা চালাতে কষ্ট হয়। দুপুরের দিকে রাস্তায় নামা যায় না, শরীর পুড়ে যায় মনে হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলমান মৃদু তাপপ্রবাহ আগামী সোমবার থেকে কিছুটা কমতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা এই গরম থেকে সাময়িক স্বস্তি এনে দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময় ডিহাইড্রেশন, হিটস্ট্রোকসহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং গরমে বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে, গরমে অতিষ্ঠ উপজেলা বাসী এখন অপেক্ষায় রয়েছে স্বস্তির বৃষ্টির।
ভোরের আকাশ/আজাসা