ছবি: ভোরের আকাশ
কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থান-২৪ এ শহীদ আবদুল্লাহ বিন জাহিদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আমগাছের চারা রোপণ করা হয়।
জানা গেছে, শনিবার সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসেবে হোসেনপুর উপজেলা চত্ত্বরে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ স্মরণে আমগাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, ওসি (তদন্ত) লিমন বোস, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর মাতা ফাতেমা-তুজ-জোহরা, জুলাই যোদ্ধা মো. শওকত হোসাইন, জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়া প্রমূখ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসির একটি পরীক্ষা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। বন্যার কারণে গত ১০ জুলাইয়ের ওই পরীক্ষা স্থগিত হয়ে যায়। রোববার (২০) জুলাই বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। ওই দিনের স্থগিত পরীক্ষাগুলো হলো- পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র।কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরীহ সাধারণ মানুষ হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার (২০ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে হয় রানির বিষয়টি তুলে ধরেন।এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করে।এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১ শ' ৫৫ জুনের নাম উল্লেখ ও ১হাজার ৫শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামীই সাধারণ মানুষ। অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নেই। তা হলে কি ভাবে? কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামী করা হলো?পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন।কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে।আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু আপনার তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন তা হলে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এর প্রতিরোধ করবো।এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যম কর্মীদের বলেন, জেলা আইন শৃঙ্খলার সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরাপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানী না করার নির্দেশনা দেয়া হয়েছে।এ ছাড়াও সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
যারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে তারাই নির্বাচনে প্রতিবন্ধকতাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, জামায়াতের মতো একটি সংগঠন চিহ্নিত সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে অন্যায়কারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এটা দেখে আমরা হতবাক।রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।ছবি : ভোরের আকাশসম্প্রতি জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি নেতা রহিম সিকদার হত্যা, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শনিবার এনসিপি নেতা পাটোয়ারী কর্তৃক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে অপমান করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একে কেন্দ্র করে রবিবার দুপুরের পর থেকে কক্সাবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কক্সবাজার, রামু ও ঈদগাঁও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করেন।এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, রহিম সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার নেপথ্যে বিএনপির শক্তিকে দুর্বল করার উদ্দেশ্য রয়েছে। এ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এখনও আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং রহিমের বড় ভাই শফিকুর রহমান সিকদারের বিরুদ্ধে পাল্টা মামলা রেকর্ড করেছে পুলিশ। দায়ের করা এই মামলা প্রত্যাহার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।জেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে কাজল প্রতিটি গ্রামে স্থানীয় লোকজনকে সচেতন থাকার আহবান জানান। তিনি এনসিপির নেতাদের নিজদের ছোট ভাই মন্তব্য করে বলেন, বিএনপির শনিবার কক্সবাজারে নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু এনসিপির পদযাত্রার কারণে এটা রবিবারে নিয়ে আসা হয়েছে। কিন্তু শনিবার কক্সবাজারে এসে কক্সবাজারের জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে মিথ্যাচার করলেন তারা। এরপরও তাদের যাতে ক্ষতি না হয়, নিরাপদে কক্সবাজার থেকে ফিরতে পারেন তার ব্যবস্থা করেছে বিএনপি। তিনি সালাহ উদ্দিনকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানান।সমাবেশের আগে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর বিএনপির সভাপতি আবদুল মাবুদ, সদর বিএনপি সাধারণ সম্পাদক ছৈয়দ নূর, রহিম সিকদারের বড় ভাই ও ভারুয়ারিখালির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।পরে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুরুশকুল রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।ভোরের আকাশ/এসএইচ
নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজীদ রায়হান শাহিন নির্বাচিত। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে এ.জেড মিজান ও মাসুম নির্বাচিত হয়েছেন।রোববার (২০ জুলাই) সকাল থেকে উপজেলার নজিপুর পাবলিক মাঠে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।পৌর বিএনপির আহবায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিন প্রমুখ।জানা যায়, দীর্ঘ ১১ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হল আজ। সর্বশেষ ২০১৪ সালে নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল দলটি।উল্লেখ্য, নওগাঁর ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভার মোট ১৪টি ইউনিট নিয়ে গঠিত নওগাঁ জেলা বিএনপি। নজিপুর পৌর বিএনপির কাউন্সিলের মধ্য দিয়ে ১৪টি ইউনিটের কাউন্সিল সম্পন্ন হল।ভোরের আকাশ/এসএইচ