আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০২:৪২ এএম
"আমার কিছু হলে দায় সেনাপ্রধান আসিম মুনিরের" কারাগার থেকে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
পোস্টে ইমরান খান জানান, “জেলে আমি বা আমার স্ত্রী বুশরা বিবির কোনো ক্ষতি হলে তার দায়ভার সম্পূর্ণভাবে বর্তাবে সেনাপ্রধান আসিম মুনিরের ওপর।” তিনি দাবি করেন, কারাগারে তার প্রতি যে আচরণ করা হচ্ছে তা দিনদিন আরও নির্দয় হয়ে উঠছে। একই সঙ্গে তার স্ত্রীর মৌলিক অধিকারও খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ইমরানের ভাষ্য, “বুশরার টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের মৌলিক অধিকার স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতির নেপথ্যে রয়েছেন আসিম মুনির।” তিনি আরও জানান, সেনাপ্রধানের সঙ্গে তার অতীত রাজনৈতিক টানাপড়েনই এই নির্যাতনের উৎস। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন তিনি মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপর মুনির তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করেন, যা ইমরান প্রত্যাখ্যান করেন।
“এই ঘটনার পর থেকেই মুনির আমাদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন,” মন্তব্য করেন পিটিআই প্রধান। তিনি বলেন, “আমি সারাজীবন জেলে থাকতে রাজি, কিন্তু অন্যায়ের কাছে মাথানত করব না। পাকিস্তানের জনগণকেও বলছি, অন্যায়কে কোনো অবস্থাতেই মেনে নেবেন না।”
পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এক সংবাদ সম্মেলনে জানান, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে। তিনি কোনো সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ পাচ্ছেন না। এমনকি তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
আকরাম এই আচরণকে ‘মানসিক নির্যাতন’ এবং ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে ইমরান খানের দেখা করার অনুমতি থাকার কথা, কিন্তু তা মানা হচ্ছে না। এমনকি তার স্ত্রী বুশরা বিবি এবং বোন আলিমা খানও দেখা করতে পারছেন না।”
এ ঘটনাকে আদালতের আদেশ অমান্য করা এবং বিচারব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা বলেও উল্লেখ করেন আকরাম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ডন নিউজ
ভোরের আকাশ//হ.র