আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০২:৩৯ এএম
উদ্বোধনের পরপরই বিদেশিদের নিষিদ্ধ করল উত্তর কোরিয়ার রিসোর্ট
উত্তর কোরিয়ার সদ্য উদ্বোধন হওয়া সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র ‘ওনসান কালমা কোস্টাল টুরিস্ট জোন’ বিদেশি পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির পর্যটন কর্তৃপক্ষ এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ১ জুলাই চালু হওয়া এই বিলাসবহুল রিসোর্টকে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ‘পর্যটন সম্প্রসারণ পরিকল্পনার’ একটি প্রধান প্রকল্প হিসেবে প্রচার করা হয়েছিল। উদ্বোধনের আগে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে এর বেশ প্রচার-প্রচারণা চালানো হয়।
তবে এই সপ্তাহে উত্তর কোরিয়ার পর্যটন বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়, অস্থায়ী সময়ের জন্য বিদেশি নাগরিকদের রিসোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রথমবারের মতো রাশিয়ার পর্যটকদের একটি দল গত সপ্তাহে রিসোর্ট পরিদর্শন করেছিল। সেই সময় সেখানে অবস্থান করছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যিনি কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করেন। এএফপির বরাতে জানা যায়, লাভরভ রিসোর্টটি দেখে প্রশংসা করে বলেন, এটি রুশ পর্যটকদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। চলতি মাসের শেষ দিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর পরিকল্পনাও রয়েছে।
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে অবস্থিত ওনসান শহরটি কিম জং উনের ছেলেবেলার প্রিয় স্থান হিসেবে পরিচিত। শহরটির কাছে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং একটি বৃহৎ সামুদ্রিক কমপ্লেক্স।
নতুন রিসোর্টটিতে রয়েছে আধুনিক হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও একটি ওয়াটার পার্ক। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশে নির্মিত এই রিসোর্টে প্রায় ২০ হাজার পর্যটক একসঙ্গে থাকতে পারবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
তবে রিসোর্ট নির্মাণের শুরু থেকেই বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। অভিযোগে বলা হয়, তাদের দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করানো হয়েছে এবং যথাযথ পারিশ্রমিক দেওয়া হয়নি।
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা পর্যটন ব্যবস্থা গত বছর আবার চালু করে পিয়ংইয়ং। এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের পর্যটকদের দেশটিতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। তবে কোনো নির্দিষ্ট কারণ না জানিয়ে মাত্র কয়েক সপ্তাহ পরই আবার সেই অনুমতি বাতিল করা হয়।
ভোরের আকাশ//হ.র