গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৬:১৩ পিএম
গাইবান্ধায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে ওয়ারেন্টভূক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ফরহাদকে (৪১) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুঠিমারি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ ওই ইউনিয়নের কাজিরবাজার এলাকার মৃত খয়বর রহমানের ছেলে। তিনি রাজধানী ঢাকার শ্যামপুর থানায় হওয়া মামলার সাজাপ্রাপ্ত আসামী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৪ মে বুধবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুঠিমারি চৌরাস্তা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাজাপ্রাপ্ত ফরহাদকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরহাদ রাজধানী ঢাকার শ্যামপুর থানায় হওয়া মামলায় সাজাপ্রাপ্ত আসামী। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ