চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০১:৩৭ পিএম
জুলাই আন্দোলনের ১৩ শহীদ পরিবারকে বিএনপির আর্থিক অনুদান
ভোলার চরফ্যাশনে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১৩ পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই অনুদান বিতরণ করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ।
এতে আরও উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, স্বেচ্ছাসেবক নেতা ফিরোজ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরু সাজি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ প্রমুখ।
অনুদান গ্রহণ করতে আসা শহীদ ফজলুর পিতা আমিনুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফজলু ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। তাকে হারিয়ে আমরা দিশেহারা। ঈদের আগে বিএনপির দেওয়া এই সহযোগিতা আমাদের মতো অসহায় পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে কোনো খোঁজ কেউ নেয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, এই শহীদ পরিবারগুলো শুধু বিএনপির নয়, পুরো জাতির সম্পদ। যে কোনো প্রয়োজনে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ শহীদদের ‘বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চরফ্যাশনের ১৩ জন তরুণ প্রাণ হারিয়েছেন। ঈদ উপলক্ষে তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আমরা এই পরিবারগুলোর পাশে থাকব এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাব। শহীদ পরিবারগুলোর পাশে থেকে ভবিষ্যতেও বিএনপির সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ