ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১২:১০ এএম
আম ও জাম কুড়াতে গিয়ে পুকুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে আম ও জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে আফিফ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার ১নং বীর বৈতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের গিয়াসউদ্দিন মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আসিফের বাবা ও মা গার্মেন্টসে চাকরী করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় বসবাস করেন। আসিফরা তিন ভাই গ্রামের বাড়ীতে দাদীর সাথে থাকে। দুপুরে বৃষ্টির মধ্যে আম ও জাম কুড়াতে গিয়ে বাড়ীর আঙিনায় পুকুরে পানিতে পরে তিন বছরের আসিফ মারা যায়। কিছুক্ষণ পর আসিফকে দেখতে না পেয়ে দাদী বাড়িতে খুঁজাখুজি করে। না পেয়ে বাড়ির লোকজন নিয়ে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আসিফ ১ নং বীর বৈতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের গিয়াসউদ্দিন মাষ্টারের বাড়ির গার্মেন্টস শ্রমিক আনিসুর রহমানের পুত্র। শিশু আসিফের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/এসএইচ