স্টাফ রিপোর্টার, মাসউদ রানা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ০৮:১৬ পিএম
ছবি-ভোরের আকাশ
দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সবার প্রিয় গোলাম মোস্তফা স্যার আর নেই। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় অসুস্থতাজনিত কারণে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তিনি স্ত্রীসহ দুই ছেলে, চার কন্যা সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফুলবাড়ীবাসী একজন শিক্ষাগুরু ও সজ্জন ব্যক্তিকে হারাল। ফুলবাড়ী সরকারি কলেজে উপাধ্যক্ষ থাকাকালীন শিক্ষা ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের মাঝেও একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক হিসেবে তিনি অবিস্বরণীয়।
তাঁর মৃত্যুর সংবাদ শুনেই ছুটে যান ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির নেতৃবৃন্দ। হাসপাতাল থেকে আল মারকাযুল ইসলামিয়ায় মাইয়াতকে গোসল শেষে কাফনের কাপড় পরানো হয়। মঙ্গলবার সকালে ফুলবাড়ী উত্তর সুজাপুর প্রফেসর পাড়ায় তার নিজ বাস ভবনে তাকে নিয়ে আসা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
এই জানাযায় ইমামতি করেন ফুলবাড়ী নদওয়াতুল উলামা সিদ্দিকীয়া ক্বওমী মাদরাসার (কানাহার মাদরাসা) পরিচালক হযরতুল আল্লাম আবু মুসা মুহাম্মাদ দা.বা.। জানাযা শেষে কানাহার কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়। একজন আদর্শ শিক্ষক ও অভিভাবককে হারিয়ে ফুলবাড়ীবাসী শোকে মুহ্যমান।
তাঁর মৃত্যুতে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির সভাপতি খ্যাতিমান নিউরো সার্জন প্রফেসর ডা. মো. রেজাউল আলম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পএিকার ব্যবস্থাপনা পরিচালক মো. জাহের উদ্দিন সরকার, উপদেষ্টা সদস্য মো. হামিদুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মো. মাহবুব আলম হিরা, সদস্য উম্মে সালমা বর্ষা ও সমিতির অন্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।
এক শোক বার্তায় বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি‘র সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করেছেন আন্তরিক সমবেদনা। তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবির, দিনাজপুর শিক্ষাবোর্ডের প্রাক্তন সচিব ও ফুলবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, দৈনিক ভোরের আকাশের প্রকাশক কমরেড আব্দুল্যাহ নুরুজ্জামান, জেলা বিএনপি‘র সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মো. খুরশিদ আলম মতি, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি ও পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোখলেছার রহমান নবাব, জেলা ক্যাব ও সুজনের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা প্রমুখ।
প্রসঙ্গত, মরহুমের বড় ছেলে জাফর সাদিক সোহেল ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী। ছোট ছেলে মো. শিবলী সাদিক ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর গ্রামের বাড়ি সাহাবাজপুরে।
ভোরের আকাশ/জাআ