চরফ্যাশনে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলমের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে আরও গতিশীল করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরু সাজির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে বিএনপি। সাবেক তিনবারের সংসদ সদস্য ও ত্যাগী রাজনীতিবিদ নাজিম উদ্দীন আলমের সুদক্ষ নেতৃত্বে চরফ্যাশন-মনপুরা এখন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসা এই সাহসী নেতাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। শ্রমিক দল অতীতেও তাঁর পাশে ছিল, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে একসাথে থাকবে—ইনশাআল্লাহ।”
এসময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মীর আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল মুন্সিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলমের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে আরও গতিশীল করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরু সাজির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো।বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে বিএনপি। সাবেক তিনবারের সংসদ সদস্য ও ত্যাগী রাজনীতিবিদ নাজিম উদ্দীন আলমের সুদক্ষ নেতৃত্বে চরফ্যাশন-মনপুরা এখন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসা এই সাহসী নেতাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। শ্রমিক দল অতীতেও তাঁর পাশে ছিল, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে একসাথে থাকবে—ইনশাআল্লাহ।”এসময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মীর আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল মুন্সিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ভোরের আকাশ//হ.র
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দুরবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় খানাখন্দের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।দুদিনের টানা বর্ষণে রাস্তায় গর্তগুলো আরও গভীর হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া যানজট শুক্রবার দুপুর পর্যন্তও স্থায়ী ছিল।গাড়ি একেবারে থেমে থাকার মতো অবস্থার সৃষ্টি হওয়ায় অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন। কোথাও কোথাও গাড়ির চাকা গর্তে আটকে পড়ছে, তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কাও।মামুন পরিবহনের চালক মো. লিয়াকত বলেন, “রাত ২টায় শাহবাজপুর থেকে রওনা দিয়েছিলাম, সকাল ১০টা পর্যন্ত মাত্র ৫ কিলোমিটার পেরিয়েছি। রাস্তার ভাঙাচোরা এমন পর্যায়ে গেছে যে, যেকোনো সময় গাড়ি উল্টে যেতে পারে।”ট্রাকচালক ভুষণ দেব জানান, “রাত ১০টায় আশুগঞ্জ এলাকায় যানজটে পড়েছি। ধীরে ধীরে জ্যাম ছাড়ছে। প্রায়ই এমন সমস্যায় পড়তে হয়। রাস্তা দ্রুত সংস্কার করা জরুরি।”এক যাত্রী মো. শামীম বলেন, “গতকাল রাতেই রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশে। আজ আমার কৃষি উপসহকারী পদে পরীক্ষা ছিল। কিন্তু যানজটে আটকে থেকে পরীক্ষা দিতে পারিনি। দুই ঘণ্টা ধরে রাস্তায় হেঁটে চলেছি।”নারী যাত্রী মিরা বেগম বলেন, “পুরুষ যাত্রীরা হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আমরা মহিলা যাত্রীরা গাড়ির ভেতরে বসে অসহায়ভাবে অপেক্ষা করছি। রাত থেকে জ্যামে বসে আছি, কেউ কোনো খোঁজ নিচ্ছে না।”খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, “আমি আশুগঞ্জ গোলচত্বরে অবস্থান করছি। দুই দিক থেকেই যান চলাচল ধীরগতিতে চলছে। রাস্তার বেহাল অবস্থার পাশাপাশি ইজিবাইকসহ ছোট ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।”নির্মাণাধীন ঢাকা-সিলেট মহাসড়কের আওতায় থাকা প্যাকেজ-১ এর অংশ হিসেবে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ বিলম্বে চলছে।প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, “প্যাকেজ-১ এ কিছু কারিগরি পরিবর্তন এসেছে এবং ভারত সরকারের অর্থ ছাড়ে বিলম্ব হওয়ায় কাজ থেমে ছিল। এখন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনে আসছে। এরপরই কাজ পুরোদমে শুরু হবে। আপাতত নিয়মিত মেরামতের চেষ্টা চলছে, তবে টানা বৃষ্টিতে সংস্কার টিকছে না।”যাত্রীরা বলছেন, কর্তৃপক্ষের আশ্বাসের সঙ্গে বাস্তবতার মিল নেই। প্রকল্প কর্তৃপক্ষ ‘শিগগিরই কাজ শুরু হবে’ বললেও, ভোগান্তি কবে শেষ হবে—সে প্রশ্ন থেকেই যাচ্ছে।ভোরের আকাশ//হ.র
দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভান্ডারিয়ায উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ( ১১জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন।উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।নবগঠিত কমির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণততান্ত্রিক প্রক্রিয়ায় ভান্ডারিয়া বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের নেছারাবাদে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করে গলায় ফাঁস লাগিয়ে সুমাইয়া (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে নেছারাবাদ হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে গেছে।সুমাইয়া আরামকাঠি গ্রামের মোঃ কবির হোসেনের মেয়ে। তার পিতা গ্রামে একটি খাবার হোটেলের ব্যবসা করে। সুমাইয়া তার বাবার একমাত্র সন্তান হওয়ায় মেয়েকে হারিয়ে পিতা মাতা উভয় শোকে স্তব্ধ হয়ে গেছেন।সুমাইয়া এ বছর নেছারাবাদ উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল এসএসসি সম্মানের পরীক্ষার ফল প্রকাশিত হলে সুমাইয়া গণিত বিষয়ে অকৃতকার্য হয়।সুমাইয়ার আপন চাচা মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যায়। তার মা নাসিমা বেগম বাড়ীর পাশে নিজেদের দোকানে কাজ করছিল। কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখে দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্য ঝুলে আছে। ডাক চিৎকার দিলে সবাই ছুটে এসে সুমাইয়ার অচেতন দেহ নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, সুমাইয়া ছাড়া আমাদের কোন সন্তান নেই। সে এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিল। আমি সহ তার বাবা ওকে অনেক বুজিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে শুক্রবার ঘরের মধ্যে আমার স্বামীর গামছা গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে।সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিল। র্দুভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে আত্মহত্যা করেছে।নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ মো: বনি আমীন দৈনিক ভোরের আকাশ কে জানান, শুনেছি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য ব্যবস্থা চলছে।ভোরের আকাশ/জাআ