রংপুর ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৯ পিএম
ছবি: ভোরের আকাশ
দেশব্যাপী প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অরিজিনাল থিমসংসহ ‘নতুন কুঁড়ি’ প্রোগ্রামটি বাংলাদেশ টেলিভিশনে পুনরায় শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে রংপুর জেলা তথ্য অফিস ইতোমধ্যে প্রচার কার্যক্রম শুরু করেছে।
এই অফিস গত ২৪শে আগস্ট হতে ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত জেলা শহরসহ সকল উপজেলায় সড়ক প্রচার বাস্তবায়ন করেছে। গত ২৪শে আগস্ট গংগাচড়া, ২৫শে আগস্ট পীরগঞ্জ, ২৬শে আগস্ট মিঠাপুকুর, ২৭শে আগস্ট রংপুর সিটির বিভিন্ন ওয়ার্ড, ২৮শে আগস্ট জেলা সদর, ৩০শে আগস্ট পীরগাছা, ৩১শে আগস্ট কাউনিয়া, ১লা সেপ্টেম্বর তারাগঞ্জ এবং ২রা সেপ্টম্বর বদরগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর বার্তা সর্বস্তরের নিকট পৌঁছানোর জন্য রংপুর জেলা তথ্য অফিস সড়ক প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে।
এছাড়াও রংপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডের পাশাপাশি গুরুতাবপূর্ণ স্থানে ‘নতুন কুঁড়ি-২০২৫’ সংক্রান্ত তথ্যবহুল পোস্টার সাঁটানো হয়।
উল্লেখ্য, ৯টি বিষয়ে ‘ক ও খ’ শাখায় প্রতিযোগিতা হবে। যার মধ্যে আছে- অভিনয়, আবৃত্তি, গল্পবলা/ কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্ববোধক/আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত ও হামদ-না'ত। ‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং খ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd-এ প্রবেশ করে নতুন কুঁড়ি ব্লকে গিয়ে Google Form যথাযথভাবে পূরণ করে বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া বিটিভির ওয়েবসাইট থেকে ম্যানুয়্যাল আবেদন ফরম ডাউনলোডপূর্বক নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে notunkuribtv@gmail.com-এ কিংবা রেজিস্ট্রি ডাকযোগে কিংবা কুরিয়ার সাভিসে ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে আবেদন প্রেরণ করতে পারবে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে। প্রতিযোগিতার আবেদন চলবে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত।
রংপুর বিভাগের আঞ্চলিক বাছাই চলবে ১১ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত। রংপুর-১ অঞ্চলের অন্তর্ভুক্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার আবেদনকারীগণ রংপুর শিল্পকলা একাডেমিতে এবং রংপুর-২ অঞ্চলের অন্তর্ভুক্ত দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আবেদনকারীগণ দিনাজপুর শিল্পকলা একাডেমিতে বাছাই পর্বে অংশ নিবে। আঞ্চলিক বাছাইয়ে ইয়েস কার্ড প্রাপ্ত সকল প্রতিযোগীকে বিভাগীয় শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বাছাই পর্বে অংশ নিতে হবে যা চলবে আগামী ২৩ থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।
ভোরের আকাশ/জাআ