সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৫:৩৫ এএম
সাভারে কাভার্ড ভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ৩
সাভারের আশুলিয়ার বাইপাইলে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরুদ্ধ থাকার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে সড়কের একটি বড় গর্তে পড়ে রিকশাটি উল্টে যায়। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালক, এক নারী ও এক শিশুকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নারী ও শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্ঘটনাস্থলের সড়কে দীর্ঘদিন ধরে বড় গর্ত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তারা সড়কের অব্যবস্থাপনাকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
ভোরের আকাশ//হ.র