জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০৩:৩৮ পিএম
চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলায় গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী দলের নেতা সুশীল কুমার সরকার হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রোববার (৪ মে) সকাল ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল শেখ (২৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করেন। সে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখালগাছি এলাকার মো. তোফসের আলী শেখের ছেলে। এই নিয়ে সুশীল হত্যা মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, চরমপন্থী নেতা সুশীল সরকার হত্যা মামলায় রুবেলসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ও গলাকাটা অবস্থায় নিহত হন চরমপন্থী দলের সদস্য সুশীল কুমার সরকার (৫৮)। তিনি ছোটভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকার শ্রী মনিন্দ্যনাথ সরকারের ছেলে। ঘটনার সময় তিনি কাটাখালী বাজারের এরশাদের দোকানে বসে ছিলেন। তখনই দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
ভোরের আকাশ/এসএইচ