কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০৬:০৭ পিএম
ছবি: ভোরের আকাশ
সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। প্রধান বক্তা ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজহারুল মান্নান।
সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপন।
বক্তারা বলেন, পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতা করা উচিৎ। কারো লেজুড়বৃত্তি করে দলবাজি করে সাংবাদিকতা সম্ভব নয়। সমাজের দর্পণ হিসেবে সমাজের সকল সংগতি, অসংগতি তুলে ধরাই সাংবাদিকদের কাজ। আর এ কাজ করতে গিয়ে সাংবাদিকদের নিগৃহীত নিপীড়িত হতে হয়। এমনকি জীবন দিতে হয়।
তারা আরও বলেন, সম্প্রতি গাজীপুরে একজন সাংবাদিককে নিপীড়ন ও একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে দেশের রাজনীতিবিদ, প্রশাসন ও সাংবাদিকদের কাজ করতে হবে। তাই সকল সাংবাদিককে একত্রিত ও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের পাওনা দাবীদাওয়া তুলে ধরে তা আদায় করে নিতে হবে। আর দাবী আদায়ের জন্য নিজেদের ভেদাভেদ ভুলে একই প্লাটফর্মে কাজ করতে হবে। তবেই সাংবাদিকতার নীতিমালা গঠন করা সম্ভব হবে, যার মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আলোচনা শেষে বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে আহ্বায়ক ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/জাআ