পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৮:৫৩ পিএম
মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোরিকশাসহ নিখোঁজের একদিন পরে পর তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ ডোবা থেকে উদ্ধোর করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে মঠবাড়িয়ার টিকিকাটা গ্রামের কৃষিজমির একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ মাঠের ডোবায় ফেলে রাখে।
নিহত তামিম মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার অটোচালক ইয়াকুব আলী ফরাজির ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র।
থানা ও পারিবারিকে সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার বাসিন্দা অটোচালক মো.ইয়াকুব ফরাজি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বাড়িতে শয্যাশায়ি। চরম অর্থকষ্টে পড়ায় পরিবারের একমাত্র স্কুল পড়ুয়া ছেলে তামিম স্কুলের পড়াশোনার ফাঁকে বাবার অটোরিকশা চালাতো। বুধবার বিকালে সে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত তার খোঁজ পায়নি।
বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা সাইফী নগর মাদ্রাসা সংলগ্ন কৃষিজমির ডোবায় লাশ ভাসতে দেখে গ্রামবাসি থানায় খবর দেয়। শিশুটির পরিবারের স্বজনরা খবর পেয়ে থানায় এসে তার লাশ সনাক্ত করে।
নিহত তামিম হোসেনের মা তাজেনুর বেগম বলেন, আমার স্বামী পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। পেটের দায়ে আমার ছেলে মাঝে মাঝে বাবার অটোরিকশা চালিয়ে পরিবারে খরচ চালায়। দুর্বৃত্তরা আমার ছেলেকে মেরে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়েছে। আমি আমার ছেলে হত্যার কঠোর বিচার চাই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসির কাছে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আমর