চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ০৯:৪০ এএম
দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডেন ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুরোপুরি পুড়ে গেছে ২০টি ঘর। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকাল ৬টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। এ কারণে মালামাল বের করতে না পারায় পুড়ে যাওয়া ঘরের মালিকদের লোকসান বেশি হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।
ভোরের আকাশ/এসএইচ