কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৭:১৪ পিএম
কুড়িগ্রামে অসুস্থ গাভী সিজার: ৫ জনের সাজা
কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ গাভী সিজার করে বাছুর বের করার পর গাভীটি জবাই করে মাংস বিক্রির চেষ্টায় জড়িত ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও নগদ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গরবার (২০ মে) বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
ভ্রাম্যমান আদালতে উলিপুর পৌরসভার পল্লী প্রাণি চিকিৎসক মো. আজিমনুর রহমান ও মো. জসিম উদ্দিন, সদরের একতাপাড়ার কসাই শাহ আলম ওরফে নাদু, উলিপুরের তবকপুর এলাকার গরুর মালিক শ্রী সৌরভ কুমার পাল ও সদর উপজেলার মাংসের বাহক মটর সাইকেল চালক নুর ইসলাম।
ভ্রাম্যমান আদালত জানায়, গতকাল সোমবার বিকালে উলিপুরের তবকপুর এলাকার সৌরভ কুমার পালের একটি গাভী প্রসব বেদনায় অসুস্থ হয়। এ সময় গরুর মালিক পল্লী চিকিৎসকে খবর দিলে দুই চিকিৎসক এসে গাভিটিকে সিজার করে বাছুর বের করে।
পরে গাভিটি আরও অসুস্থ হয়ে পড়লে মঙ্গরবার সকালে গরুর মালিক পল্লী চিকিৎসকের সহায়তায় কসাই ডেকে জবাই করে মাংস বিক্রি করে। কসাই বস্তায় মাংস ভরে মোটর সাইকেলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে প্রাণি সম্পদ কর্মকর্তা, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেয়।
জেলা প্রশাসনের এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, অপরাধ অনুযায়ী পল্লী প্রাণি চিকিৎসক আজিমনুর রহমানের ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, আরেক পল্লী পশু চিকিৎসক জসিম উদ্দিনের ২ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, কসাই শাহ আলমের ১ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা, গরুর মালিক সৌরভ কুমার পালের ৫ হাজার টাকা জরিমানা ও মাংসের বাহক নুর ইসলামকে মুচলেকা প্রদানের শর্ত দেয়া হয়েছে।
ভোরের আকাশ/জাআ