স্থানীয়রা চরম জনদুর্ভোগের শিকার
হুমায়ুন রশিদ জুয়েল, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০৫:০২ পিএম
ছবি: ভোরের আকাশ
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা ১নং তালজাঙ্গা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বান্দুলদিয়া গ্রামের কাঁচা রাস্তার বেহাল অবস্থা থাকায় প্রতিনিয়তই জনদুর্ভোগের শিকার।
সরেজমিনে দেখা গেছে, বর্ষার মৌসুমে অনবরত বৃষ্টি হলে। বান্দুলদিয়া পুরাতন জামে মসজিদ থেকে খাল পার ব্রিজ পর্যন্ত মাটির কাঁচা রাস্তা থাকায় খানাকন্দ, জলাবদ্ধতায় কাঁদাযুক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পরেছে। যা গাড়ির চালকসহ পথযাত্রী চরম দুর্ভোগের শিকার।
এছাড়াও জানা যায়, এই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লি, মাদ্রাসা ও স্কুলগামী শিক্ষার্থীরা এবং কার্তিকখিলা, বান্দুলদিয়া আকুবপুরসহ তিন গ্রামের লোকজন প্রতিনিয়তই চলাচল করে থাকেন।
এবিষয়ে অটোরিকশা চালক মোঃ রতন মিয়া, জসিম উদ্দিন ও নাসির উদ্দীনের সাথে কথা হলে তারা বলেন, ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এই বেহাল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়ে গাড়ির বিভিন্ন পার্স নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো মেরামত করতে অর্থনৈতিক সমস্যায় অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে।
গ্রামের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান ও অবসরপ্রাপ্ত সেনা সৈনিক হাজ্বী আব্দুর রশিদ বলেন, রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকাকরণ করা প্রয়োজন। সিংহভাগ গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে থাকেন।
ব্যবসায়ী মোঃ শাহিন, নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের মালামাল নিয়ে বাজারজাত করতে লাভের পরিবর্তে ব্যবসায় লোকসানের মুখ দেখতে হচ্ছে। রাস্তাটি পাকা করনের জোর আবেদন জানাচ্ছি।
তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার পপি খাতুনের কাছে এলাকাবাসীর দাবি জনগণের দুর্ভোগ লাঘব করতে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে এই (এক কিলোমিটার) কাঁচা রাস্তা পাকাকরণ/ইটের সলিং করেন।
উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘব করতে কাঁচা রাস্তা ইটের সলিং করতে তাড়াইল উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত আবেদনও করেছেন এলাকাবাসী।
ভোরের আকাশ/জাআ