পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১১:৩২ পিএম
পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নিমগাছ রোপন
পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলিশা বাজারের ভারানি খালের পাশে শতাধিক নিমগাছ রোপন করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) বেলা ১২ টায় সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজারের খালের পাশে নিমগাছ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলিশা বাজারের ভারানি খালের পাশে নিমগাছ রোপন কার্যক্রম শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা বাজার এলাকা।
তিনি বলেন, ১৯৮১ সালের ২১মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটা হলে এর উদ্বোধন করতে আসেন শহীদ জিয়া। এখানে পানির পাম্প মেশিন চালাতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। তার হাতে কাটাখাল এর পাশে কয়েক শতাধিক নিম গাছের চারা রোপন করা হবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের জন্য যেনো ভালো কিছু হয়। রাজনীতির বাহিরে গিয়েও যেন সাধারণ মানুষের জন্য ভালো কিছু করা যায়। সেই আদর্শকে ধারণ করেই জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে।
ফাউন্ডেশনের পরিচালক বলেন, জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান যে খালটি কেটেছিলেন, সেই খালের পাশে কয়েক শতাধিক নিম গাছ রোপন করছি। আজ থেকে শুরু করে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/জাআ