ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৪:৫৩ পিএম
বিজয়নগরে ১৪ শ পিস ইয়াবাসহ নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪ শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এসআই ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাহাড়পুর ইউনিয়নের মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) আটক করেন।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আউলিয়া বাজার-হরষপুর সড়কে , স্বামী- আব্দুল ছাত্তার, পিতা- মো. নজরুল ইসলাম এর কাছ থেকে মাদকদ্রব্য (১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের আকাশকে বলেন, 'বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সামনে ১৪ শ পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ