ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৭:০৬ পিএম
টর্চ জ্বালিয়ে হর্ন দিতে দিতে ১০ কিলোমিটার চলল ট্রেন
চলতি পথে হেডলাইট বিকল। তাই টর্চ লাইটের আলো জ্বালিয়ে টানা হর্ন বাজিয়ে চলল ট্রেন। রুদ্ধশ্বাস এ যাত্রা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. নজরুল ইসলাম।
সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্ব হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ৮টার দিকে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনে আসার পর হেডলাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও লাইট ঠিক করা যায়নি। পরে ট্রেনটিকে হেডলাইট ছাড়াই টর্চ লাইটের আলো জ্বালিয়ে এবং হর্ণ বাজিয়ে আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আনা হয়। এভাবে ট্রেনটি প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়।
ঘটনার সময় আজমপুর রেলওয়ে স্টেশনে থাকা এক যাত্রী আব্দুল্লাহ জানান, তখন বৃষ্টি হচ্ছিলো। পারাবত ট্রেনটির লোকোমোটিভে (ইঞ্জিন) একজন দাঁড়িয়ে টর্চ লাইট জ্বালিয়ে রাখতে দেখা যায়। এছাড়া একটু পর পর ট্রেনটি হর্ণ বাজাচ্ছিলো।
নজরুল ইসলাম বলেন, পারাবত এক্সপ্রেসের হেডলাইট নষ্ট হয়ে যায়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ (ইঞ্জিন) পাঠানো হলে ট্রেনটি ঢাকার পথে যাত্রা করে। অবশ্য হেড লাইট বিহীন ওই সময়ের ১০ কিলোমিটার পথে কোনরূপ বিপদ হয়নি।
ভোরের আকাশ/এসআই