ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৯:৫৯ পিএম
নান্দাইলে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২
ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মুশল্লী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন-অটোরিকশা চালক তফাজ্জল হোসেন (৩২) ও যাত্রী হৃদয় মিয়া (৩০)।
ভৈরব উপজেলার শিমুললাটিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে তফাজ্জল ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হৃদয় মিয়া।
ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভৈরব থেকে অটোরিকশায় করে গাঁজা বহন করে নান্দাইলের দিকে আসছে দু-জন। সকাল থেকেই অবস্থান করেন নান্দাইল উপজেলার মুশলী বাস স্ট্যান্ডে এলাকায়। এসময় দ্রুত বেগে আসা আটোরিকশাটি থামিয়ে আটকে দেওয়া হয় চালক ও যাত্রীকে।
পরে তল্লাশি চালিয়ে চালক ও যাত্রীর আসনের নিচ থেকে কস্টেপ পেঁচানো অবস্থায় ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার পরিমাণ ২২ কেজি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার দেওয়া হবে।
ভোরের আকাশ/জাআ