মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫ ১২:৩৪ এএম
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুর সদর উপজেলার বাড়াদিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ নামের এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাতে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাজমুল হোসেন, মাসুদ রানা, সীমা খাতুন, শাফিন ও মেহেরিমা নামের একই পরিবারের ৪ জনসহ ৫ জন। নিহত সৌরভ মেহেরপুর শহরের মল্লিক পাড়ার আজাদ হোসেনের ছেলে। আহত নাজমুল মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মেরাজ হোসেনের ছেলে, মাসুদ রানা একই উপজেলা বলিয়ারপুর গ্রামের মনি মন্ডল এর ছেলে, সিমা খাতুন মাসুদ রানার স্ত্রী এবং তার দুই যমজ মেয়ে শাফিনাও মেহেরিমা।
জানা গেছে, সৌরভ ও নাজমুল একটি মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর এদিকে আসছিল। একই সময় মাসুদ রানা তার পরিবারের অন্য তিন সদস্য নিয়ে মোটরসাইকেল যোগ চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় বারাদিতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আহতদের সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ভোরের আকাশ/এসএইচ