মেহেরপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি
রাজনীতির উৎসবমুখর পরিবেশে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (৯ জুলাই) দুপুর ২টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জেলা বিএনপির নেতাকর্মীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটো। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।মূল বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, “এই সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল কাগজে কলমে নয়—এটি হচ্ছে বিএনপিকে মানুষের হৃদয়ে প্রোথিত করার একটি ঐতিহাসিক প্রয়াস।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ফায়েজ মোহাম্মদ। আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরীফ।অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচি জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এর তাৎপর্য ও লক্ষ্য বাস্তবায়িত হয়।ভোরের আকাশ/জাআ
০৯ জুলাই ২০২৫ ১১:৪১ পিএম
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুর সদর উপজেলার বাড়াদিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ নামের এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাতে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, নাজমুল হোসেন, মাসুদ রানা, সীমা খাতুন, শাফিন ও মেহেরিমা নামের একই পরিবারের ৪ জনসহ ৫ জন। নিহত সৌরভ মেহেরপুর শহরের মল্লিক পাড়ার আজাদ হোসেনের ছেলে। আহত নাজমুল মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মেরাজ হোসেনের ছেলে, মাসুদ রানা একই উপজেলা বলিয়ারপুর গ্রামের মনি মন্ডল এর ছেলে, সিমা খাতুন মাসুদ রানার স্ত্রী এবং তার দুই যমজ মেয়ে শাফিনাও মেহেরিমা।জানা গেছে, সৌরভ ও নাজমুল একটি মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর এদিকে আসছিল। একই সময় মাসুদ রানা তার পরিবারের অন্য তিন সদস্য নিয়ে মোটরসাইকেল যোগ চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় বারাদিতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হন।খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আহতদের সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।ভোরের আকাশ/এসএইচ
১০ জুন ২০২৫ ১২:৩৪ এএম
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কাশেম (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আবুল কাশেম গাংনী উপজেলার পলাশী পড়া গ্রামের আবু থান্ডারের ছেলে।বৃহস্পতিবার (৫ জুন) বিকাল চারটার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এর আগে সকাল ১১ টার দিকে সে মোটরসাইকেল যোগে মাঠে যাওয়ার সময় রাস্তার উপর জমে থাকা কাঁদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/এসএইচ