কাপাসিয়া (গাজীপুর) উওম দাস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ০১:১৪ এএম
কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
চলতি ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২২০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী, প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান এবং কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ। এছাড়া কৃতি শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী। এছাড়া গীতা থেকে পাঠ করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও ডাঃ তামান্না তাসনীম বলেন, “মেধার মূল্যায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে আমি অত্যন্ত খুশি। এটি তোমাদের শিক্ষাজীবনের প্রথম ধাপ। পরবর্তী ধাপেও সফল হওয়ার জন্য নিয়মিত চেষ্টা চালাতে হবে। তোমরা তোমার পরিবারের, দেশের ও সমাজের কল্যাণে দায়িত্বশীল হয়ে শিক্ষার মাধ্যমে জাতির সুনাম বৃদ্ধি করবে। শিক্ষার বিকল্প নেই। তোমাদের মেধা সঠিকভাবে কাজে লাগালে দেশ-জাতি উন্নত হবে এবং একদিন সকলেই তোমাদের অবদান স্মরণ করবে।”
ভোরের আকাশ//হ.র