কাপাসিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
জুলাই সনদ বাস্তবায়ন, প্রয়োজনীয় সংষ্কার, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবী আদায়ের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কমপ্লেক্সর প্রধান ফটক চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের থানার মোড়, কলেজ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, প্রেসক্লাব মোড়, ডাকবাংলো মোড়, তাজউদ্দিন চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক,বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন বকুল প্রমূখ।সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী বলেন, জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।তিনি আরো বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোন নির্বাচন জনগণ মেনে নিবেনা।বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত শিবিরের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিলে অংশ গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।ভোরের আকাশ/এসএইচ