মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ০৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখ বুধবার দুপুর ১২ হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ইমামপুর ষোলআনি সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে উপকূলবাসীর বসত ভিটা এবং ফসলি জমে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জব্দকৃত ড্রেজার এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/এসএইচ