মুন্সিগঞ্জে গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টংগীবাড়ী থানার বেতকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের এসআই দীপঙ্কর, এসআই পলাশ ও এএসআই শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হলেন— ১। মো. লোকমান হোসেন (২৯), পিতা-মৃত আব্দুল মালেক মিয়া, মাতা- মোসা. খোদেজা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।২। মো. রুহুল আমিন (৩১), পিতা-মৃত হুরুন মিয়া, মাতা- মোছা. জাহেরা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।তাদের কাছ থেকে ১৩ পোটলা গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১২ কেজি। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৯-৯৮১৯ নম্বরের একটি পিকআপও জব্দ করে পুলিশ।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.