গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৭:১৯ পিএম
গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শাহাদত হোসেন সাদ্দাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহাদত হোসেন সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফসার আলী ইদুর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বাসিন্দা মারজু মিয়ার সাড়ে চার বছর বয়সী শিশুকন্যা বাড়ির উঠোনে খেলারত অবস্থায় পাশের বাড়ির সাদ্দাম তার মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর (১৯ মে) রোববার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর পিতা বাদি হয়ে মামলা করেন। পরে ওইরাতেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মামলার পরই মূল অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান রয়েছে।
ভোরের আকাশ/এসআই