গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৯:০২ পিএম
গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের একবারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই নারী হলেন, নাটোরের লালপুরের আরামবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী আঙ্গুরা খাতুন (৪৬) এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম সীমা (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদের ভিত্তিতে একবারপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় লালমনিরহাট থেকে নাটোরগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তারা লালমনিরহাটের সীমান্ত অঞ্চল থেকে গাঁজা বিক্রির জন্য নাটোরে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ বলেন, গ্রেপ্তার ওই দুই নারীর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ