মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০২:১৬ এএম
বরিশালে নবনিযুক্ত মহানগর দায়রা জজ মীর মোঃ এমতাজুল হককে শুভেচ্ছা জ্ঞাপন
বরিশালে নবনিযুক্ত মহানগর দায়রা জজ মীর মো. এমতাজুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১৮ জুন) বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তাঁকে এই শুভেচ্ছা জানান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এবং বরিশালের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
এ সময় আদালতের অন্যান্য বিচারক ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন। নবনিযুক্ত মহানগর দায়রা জজকে বরণ করে নিতে আদালত প্রাঙ্গণে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
বিচার বিভাগে তাঁর নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন মীর মো. এমতাজুল হক।
ভোরের আকাশ//হ.র