টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৪:৩৩ পিএম
টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ।
বুধবার দুপুরে স্থানীয় সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, দলের কঠিন সময়ে মামলা হামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ডামি নির্বাচনের সময় টানা ৬৪ দিন জেল খেটেছি। এরপরও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছে। আমি এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে আমার দলের সিনিয়র নেতাদের কাছে অনুরোধ তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা উদঘাটন করা হোক।
তিনি আরো বলেন, আমার বাবা একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী। সম্প্রতি বাবা অসুস্থ হয়ে পরলে নিজে ব্যবসার হাল ধরেছেন। জনৈক বজলুর রহমানের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল। সেই সুবাদে তার কাছে কিছু কাজ চান তিনি। পরে কাজ দিতে অপরাগতা প্রকাশ করেন বজলুর রহমান। এরপর হঠাৎ করে গত ৩০ জুন সন্ধ্যায় তার বাসার সামনে ডাকেন তিনি।
এসময় স্থানীয় দুই ছাত্রলীগ নেতাকে সাথে নিয়ে বিনা উস্কানিতে আমার সাথে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলন আরও বলেন, টঙ্গীর চলমান রাজনৈতিক অন্তঃকোন্দলের শিকার হয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক সহযোদ্ধা গায়েবি মামলার শিকার হয়ে ফেরারি জীবন পার করছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে অনুরোধ, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল সত্যটি উদঘাটন করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিরাজের বাবা সাত্তার খান ও মা শিল্পী আক্তার।
ভোরের আকাশ/জাআ