ভাগ্য ফেরাতে সৌদি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে
‘আর এক মাস পর বাড়িত আইবাম’ পরিবারের কাছে এটাই ছিল হিরনের শেষ কথা। তবে স্বাভাবিক আর উৎসবমুখরতা নিয়ে বাড়ি না ফিরে কফিনবন্দি হয়ে বিষাদের ছায়া হয়ে বাড়িতে আসলেন হিরন। পরিবারের স্বপ্ন ছিল এবার ফিরবেন দেশে। শুরু করবেন নতুন করে জীবন।
গত ১৬ই এপ্রিল সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হিরন মিয়া (৩৫)।
শুক্রবার (২৩ মে) রাতে প্রায় এক মাস পর তার লাশ এসে পৌঁছায় নিজ জন্মভূমি বাংলাদেশে। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন স্বজনেরা। পরে লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
হিরনে মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে শতাধিক মানুষ জড়ো হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনেকেই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মরদেহ ফিরিয়ে আনার দীর্ঘসূত্রিতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
খুলনা মহানগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মিলনায়নে নজরুল জন্মোৎসবের উদযাপিত হয়েছে।শনিবার (২৪ মে) খুলনা নজরুল একাডেমীর উদ্যোগে ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।খুলনা নজরুল একাডেমী ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মোৎসব সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা নজরুল একাডেমীর অধ্যক্ষ মাজেদ জাহাঙ্গীর, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক জান্নাতী আফরোজ প্রমুখ।নজরুল জন্মোৎসবে চিত্রাংকন, নজরুলের কবিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ভোরের আকাশ/এসআই
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে দুই ইট ভাটার ম্যানেজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৪ মে) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।জরিমানা প্রদানকারী দুই ম্যানেজার হলেন- এইচ.এ.বি’র ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এম.বি.এফ’র মানিক দেবনাথ (৩৬)।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নে ছনখোলায় পাহাড়ি টিলার মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এর প্রেক্ষিতে এইচ.এ.বি ও এম.বি.এফ নামক ইটভাটায় অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুই ইটভাটার দুই ম্যানজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস। এতে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।এসি ল্যান্ড ফারিস্তা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসআই
আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোনীত করা হয়েছে। তিনি ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।শনিবার (২৪ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এই ঘোষণা দেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। এসময় দায়িত্বশীল কর্মশালায় জেলার সবকয়টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় মুফতী ফয়জুল করিম তার বক্তব্যে বলেন, জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল ব্যক্তি। রামগঞ্জবাসীর উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী।তিনি আরও বলেন, আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতের দায়িত্বও বুঝবে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ।এদিকে, প্রার্থীতা ঘোষণার পর আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।উল্লেখ্য, আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী বহুদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এলাকায় তিনি ইতিমধ্যেই সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।ভোরের আকাশ/এসএইচ
যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় পালিত ছেলের হাতে খুন হয়েছেন সুলতানা খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামের এক নারী।শুক্রবার (২৩ মে) রাতে শহরের মনিহারস্থ ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।শনিবার ৯৯৯ ঘটনাটি জানতে পেরে পুলিশ বিকাল পাঁচটার দিকে নিহত খালেদা খানম রুমির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে শেখ শামস্ (২৪) আটক করেছে।পুলিশ জানিয়েছে, মনিহারের ফলপট্টির শামস্ মার্কেটের দ্বিতীয় তলাতে খালেদা খানম বসাবস করেন। তার কোন সন্তান না থাকায় তিন মাস বয়স থেকে শামসকে দত্তক সন্তান হিসাবে বাড়িতে রাখেন। শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানদাররা পানি না পাওয়াতে খালেদাকে ডাকাডাকি করেন। ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দুপুরে আবার ডাকাডাকি করেন। ভিতর থেকে কেউ দরজা না খোলাতে দোকানদাররা ৯৯৯ কল দেন।পরে স্থানীয় ফাঁড়ির সদস্যরা এসে ডাকাডাকি করলে শামস্ দরজা খোলে। এসময় পুলিশ ও দোকানদাররা খালেদার খোঁজ নিলে বাড়িতে নাই বলে জানিয়ে দেয়। পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে দরজা খুলতে নিষেধ করেন। এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে শুক্রবার রাত ১ টার দিকে খালেদাকে লাঠি দিয়ে পিটিতে হত্যা করেছে বলে স্বীকার করেন।খালেদার কক্ষে মরদেহ রয়েছে বলেও শামস্ পুলিশকে জানান। পরে খালেদার স্বজনের উপস্থিতিতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে কোতয়ালী মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শামস মাদকাসক্ত। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য সে তার মাকে মারধর করতেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ভোরের আকাশ/এসআই