× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহৃত সেই পল্লিচিকিৎসক তিন দিন পর উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৮:৫০ এএম

অপহৃত সেই পল্লিচিকিৎসক তিন দিন পর উদ্ধার

অপহৃত সেই পল্লিচিকিৎসক তিন দিন পর উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া সেই পল্লি চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহরণের তিন দিন পর সোমবার বিকালে বগুড়ার নিশিন্দারা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

সোমবার সন্ধ্যায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার নিশিন্দারা এলাকা থেকে তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সাদুল্লাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তরিকুল ইসলামের ছোট ভাই হিরু মিয়া বলেন, অপহরণের তিন দিন পর ভাইকে বগুড়ার নিশিন্দারা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। আমার ভাইকে ওই এলাকার একটি বাড়িতে রেখে নির্যাতন করা হয়েছে। তার ওষুধের দোকানে স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বিকালে বসতো। তাকে দোকানে আসতে নিষেধ করায় সুমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন রাস্তা থেকে ভাইকে তুলে নিয়ে যায়। তবে ভাইকে উদ্ধার করা হলেও কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, তরিকুলকে বগুড়া থেকে উদ্ধারের পর সাদুল্লাপুর থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোথায় থেকে কিভাবে উদ্ধার হলো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ওসি। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গত শুক্রবার বিকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে তরিকুল ইসলামকে অপহরণ করা হয়। তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তার চেম্বার ও ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি মসজিদে ইমামতি করেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা থেকে তরিকুল ইসলামকে জোর করে টেনেহিঁচড়ে একটি অটোরিকশাভ্যানে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন। এ সময় রাস্তায় স্থানীয় লোকজন ছাড়াও পুলিশের পোশাক ও মাথায় হেলমেট পরা একজনকে দেখা যায়। এ ঘটনার পরদিন তরিকুলের ছোট ভাই হিরু মিয়া বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও সাত-আট জনকে আসামি করা হয়।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 বিস্ফোরণে বিস্ফোরণে কেঁপে উঠলো সুদান

বিস্ফোরণে বিস্ফোরণে কেঁপে উঠলো সুদান

 এবার পদ্মায় মিলল ১৫ কেজির পাঙাশ

এবার পদ্মায় মিলল ১৫ কেজির পাঙাশ

 জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘সংক্ষিপ্ত রায়ে’ ফাঁসি দেয়া হয়

জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘সংক্ষিপ্ত রায়ে’ ফাঁসি দেয়া হয়

সংশ্লিষ্ট

এবার পদ্মায় মিলল ১৫ কেজির পাঙাশ

এবার পদ্মায় মিলল ১৫ কেজির পাঙাশ

জামালপুরে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

জামালপুরে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত