ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৭:৫২ পিএম
ছবি: ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধনু মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত ছেলের নাম মাসুক মিয়া। নিজের নামে বাড়ি দখলে নিতে বাবার প্রতি ছেলে এমন নির্মম আচরণ করেছেন! ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।
আহত ধনু মিয়া বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি দিয়েছি। প্রথম স্ত্রীর ৩য় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। নিজ বাড়িতে ঘর না করে সে বাবার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে গতকাল সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির কাছের মসজিদের সামনে আমাকে মাসুক কুপিয়ে আহত করে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া জানান, হামলায় বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার ওসি মো. আজহারুর ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে ওই বৃদ্ধের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো দেওয়া হয়নি।
এবিষয়ে চাপরতলা ইউনিয়ন চেয়ারম্যান মনসুর আলী ভূঁইয়া ভোরের আকাশের এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, 'ধনু মিয়া সাবেক ইউপি মেম্বার ছিলেন। বৃদ্ধ হবার আগে একসময় তিনি সমাজে বিচার আচার করেছেন। নিজ সন্তানের হাতে এমন নির্দয় ঘটনা খুবই দুঃখজনক।'
ভোরের আকাশ/জাআ