ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি
সম্প্রতি চলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা যায়, চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন। একপর্যায়ে ভেতর থেকে হাত ছেড়ে দিলে লোকটি রেললাইনে পড়ে যায়।
রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবকের নাম মতিউর রহমান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বিদেশে লোক পাঠাচ্ছেন মতিউর রহমান। দুই বছর আগে তার মাধ্যমে বগুড়ার আদমদীঘি উপজেলার তালসন গ্রামের সজীব নামের এক যুবক সৌদি আরবে যান। কিন্তু সেখানে যাওয়ার পর কাগজপত্রে সমস্যা থাকায় সজীব ইকামা (কাজের সুপারিশ সনদ) না পাওয়ায় তার পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক রোববার মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন।
মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, বাবা রোববার দুপুরে বগুড়া থেকে দোলনচাঁপা এক্সপ্রেস নামের একটি ট্রেনে সান্তাহারে আসছিলেন। পথে নসরতপুর রেলস্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা কয়েকজন যুবক বাবাকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তারা বাবাকে নিচে ফেলে দেন।
এসময় একজন তার হাত ধরে রাখেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরে তিনি ট্রেন থেকে রেললাইনে পড়ে যান। তবে ট্রেনের চাকায় তিনি কাটা না পড়লেও আঘাত লেগে বাবার একটা পা ভেঙে গেছে। এরপর স্থানীয়রা বাবাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হয়।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সোমবার (১৯ ও ২০ মে) দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি হয়।বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-আস্থা প্রকল্পের আয়োজনে বেতাগী উপজেলা যুব ফোরামের বেতাগী যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ চলে। বেতাগী যুব ফোরাম এর আহবায়ক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য ও বেতাগী প্রেস ক্লাব এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান, মাঠ কর্মকর্তা কহিনুর বেগম ও আবিদা সুলতানা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা যুব ফোরামের ৩০ জন যুব সদস্য।ভোরের আকাশ/জাআ
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল আহম্মেদকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জামিল আহম্মেদ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।মঙ্গলবার (২০ মে) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে। হস্তান্তরের পর জামিল আহমেদের নামে মামলা থাকায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামকে মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৯ মে) উপজেলার বালুয়া বাজার থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে থানায় মামলা রয়েছে।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামিল ও নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার সাঘাটায় কালো বাজারে বিক্রি করার সময় ১৭ বস্তা (১০০০ কেজি) ওএমএস এর চালসহ ডিলারকে আটক করেছে স্থানীয় জনতা।মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা এ ঘটনা ঘটে। আটককৃত আফজাল হোসেন বোনারপাড়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সুবিধাভোগীরা জানায়, ডিলার আফজাল হোসেন আজ বিতরণের জন্য খোলা বাজারে খাদ্য শস্য বিক্রির (ওএমএস) ১৭ বস্তা চাল বোনারপাড়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। এসব চাল কলেজ মোড় নামক স্থানে বস্তা পরিবর্তন করে তা কালো বাজারে বিক্রির প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তারা হাতেনাতে চালসহ ডিলার আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, চাল গুলোসহ ডিলারকে থানায় নিয়ে আসা হয়েছে।সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/জাআ
‘সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে ‘ইয়ুথ ফর সুন্দরবন’ কাজ করে যাচ্ছে একটি সবুজ, টেকসই ও সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে সুন্দরবন সুরক্ষায় তরুণদের অংশগ্রহণের আহ্বানে মতবিনিময় সভার আয়োজন করা হয়।মঙ্গলবার (২০ মে) বরগুনা প্রেস ক্লাব কনফারেন্স রুমে সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় তরুণদের ভূমিকা তুলে ধরতে বরগুনা প্রেস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে এক শিখন ও মতবিনিময় সভা।হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহায়তায়, রূপান্তর বাস্তবায়িত 'ইকো সুন্দরবন' প্রকল্প এবং 'ইয়ুথ ফর সুন্দরবন ফোরাম'-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বনাঞ্চল নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের অগ্রভাগের রক্ষাকবচ। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলগুলোকে রক্ষা করার পাশাপাশি এটি জলবায়ুর ভারসাম্য বজায় রাখে।তবে বর্তমানে সুন্দরবন নানা ধরনের দূষণের সম্মুখীন। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য, বিষ দিয়ে মাছ ধরা এবং শিল্পবর্জ্যের কারণে এই প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়েছে।এই প্রেক্ষাপটে ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের তরুণ-তরুণীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। তারা স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো, প্লাস্টিক বর্জ্য হ্রাস, এবং পরিবেশবান্ধব জীবনচর্চায় জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সুন্দরবন রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে।সভায় বক্তারা ডিজিটাল মাধ্যমের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েব প্ল্যাটফর্মে প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল, সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা আহ্বায়ক ও কমিউনিটি রেডিও লোকোবেতার পরিচালক মো. মনির হোসেন কামাল, বরগুনা নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য ও সিপিপি সদর উপজেলা টিম লিডার মো. জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ এবং বাংলানিউজের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী।এছাড়াও স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন। তারা সুন্দরবন রক্ষায় নীতিনির্ধারকদের পাশাপাশি সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ