নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো, ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথর এর হিন্দুদেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথর এর মুল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব -৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।পরবর্তীতে উক্ত মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১২ পিএম
রাণীনগরে অটোভ্যানের চাপায় শিশু নিহত
নওগাঁর রাণীনগরে রাস্তা পারাপারের সময় অটোচার্জার ভ্যানের নিচে চাপা পরে সাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা নাগাদ রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলগেট এলাকায় পেট্রোল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে।নিহত শিশু নওগাঁ সদর উপজেলার মকরামপুর মহল্লার হাসান আলীর ছেলে।জানা গেছে, শিশু সাখাওয়াত হোসেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে তার নানা মুঞ্জ হোসেনের বাড়িতে বেড়াতে আসে। এদিন সকালে পেট্রোল পাম্পের অদূরে পূর্ব দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনার পরপরই পরিবারের লোকজন শিশুর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২২ পিএম
রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।শ্রীদাম কর্মকার বাবলু ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে বেশ কিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।তার মৃত্যুতে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেসক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ভোরের আকাশ/মো.আ.
০২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০১ পিএম
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নওগাঁর আত্রাইয়ে 'নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত আত্রাই গড়ি'-এ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রথম কর্মদিবসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান।এ সময় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে উপজেলা মাঠ ও মসজিদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়।পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার সহ উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নকর্মী উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.
০১ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৮ পিএম
রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন তিনি।রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বলেন, ১৫টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে গত ২৪আগস্ট গোপন সংবাদে জানতে পারেন, উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়। কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছিল তা সাথে সাথে শনাক্ত করা যায়নি। পরে খোঁজখবর নিয়ে জড়িতদের শনাক্ত করে ৯জনের নামে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামে হেফাজতে রাখা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান,খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে ৭জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে মামলা দিয়েছেন। এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।ভোরের আকাশ/মো.আ.
২৮ আগস্ট ২০২৫ ০৩:১৮ পিএম
নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত
এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে এ প্রতিপাদ্যে নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত হয়েছে।বুধবার (২৭ আগস্ট) সকালে নওগাঁ মেডিকেল কলেজের আয়োজনে কলেজ চত্বরে শিক্ষাথীরা একক ও দলীয় নিত্য প্রদর্শন এবং ফেস্টুন উড়িয়ে ৭ম বর্ষের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।ছবি: ভোরের আকাশপরে সেখানে থেকে একটি বর্নাঢ্য রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড়া: মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভিসি অধ্যাপক ডা: মোহা: জাওয়াদুল হক।এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডীন ফ্যাকাল্টি অব মেডিসিন অধ্যাপক ডা: খন্দকার মো: ফায়সাল আলম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী, নওগাঁ পুলিশ সুপার মো: সামিউল সারোয়ার বিপিএম, সিভিল সার্জন ডাঃ মো: আমিনুল ইসলাম, নওগাঁ বিএমএ সভাপতি ডা: মো: ইসকেন্দার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/তা.কা
২৮ আগস্ট ২০২৫ ০১:৪৯ পিএম
শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সাপের কামড়ে জামাইয়ের মৃত্যু
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বেনিপুর গ্রামের ফুল মুহাম্মদের ছেলে সানোয়ার (১৯) সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন।শনিবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের ভেতরে ঢুকে পড়া বিষধর সাপ সানোয়ারের কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি জেগে উঠে বিষয়টি পরিবারের সবাইকে জানান।পরে তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।এরপর পরিবারের সদস্যরা তাকে রাজশাহী নেয়ার পথে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন তিনি।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভালোবেসে মহাদেবপুর উপজেলার দিনযাওন গ্রামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানোয়ার। গত দুই দিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।ভোরের আকাশ/জাআ
২৪ আগস্ট ২০২৫ ০৪:৩০ পিএম
পত্নীতলায় বিএনপির লিফলেট বিতরণ
নওগাঁর পত্নীতলায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।শনিবার সকালে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী, পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, আব্দুলাহ আল মাসুম সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৮:১৩ পিএম
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন।ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কোনো জানা নেই এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাকে কেউ খবর দেয়নি। বলেই তিনি ফোনটি কেটে দেন।নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমানের সাথে হলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এর যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে পরিবারের কোনো দাবি না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৭ আগস্ট ২০২৫ ০৮:৩৭ পিএম
পত্নীতলায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
নওগাঁর পত্নীতলায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলরা বাসুদেব মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু-বৌদ্ধ খৃস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আয়োজনে জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মী পুজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা যায়, প্রতিবছর ভাদ্র মাসে জন্মাষ্টমী উপলক্ষে এ আয়োজন হয়ে থাকে। শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপদেশ স্মরণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন প্রার্থনা করেন তারা।ভোরের আকাশ/জাআ
১৬ আগস্ট ২০২৫ ০৭:১৫ পিএম
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
নওগাঁর মান্দা উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি আখতার জাহান সাথী।এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ,প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, প্রসাদপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, থানা পুলিশ, গণমাধ্যমকর্মী, আবেদনকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদন বৈধ বিবেচিত হয়। এর মধ্যে ৯৮ জন আবেদনকারীকে যোগ্য বলে মনোনীত করা হয়। পরে প্রকাশ্যে লটারি আয়োজনের মাধ্যমে ২২টি পয়েন্টে ডিলার নির্বাচন করা হয়।এছাড়া চারটি কেন্দ্রে শুধু একজন করে যোগ্য আবেদনকারী থাকায় সেখানেও ডিলার চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রগুলো হলো—গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট, মান্দা ইউনিয়ন পরিষদ এবং ভারশোঁ ইউনিয়ন পরিষদ।তবে মান্দা ইউনিয়নের পিরপালী বাজার এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার কেন্দ্রে কোনো যোগ্য আবেদন না থাকায় সেখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিলার নিয়োগ দেওয়া হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “ডিলার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসকের নির্দেশনায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার চূড়ান্ত করা হয়েছে। কেউ যেন এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।”তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত ডিলাররা চলতি মাস থেকেই নির্ধারিত পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করবেন।ভোরের আকাশ/মো.আ.