‘মার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, কাকরাইলে অবস্থান পোশাক শ্রমিকদের
বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তৈরি পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার পর রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যেতে থাকেন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা।
সরেজমিনে দেখা যায়, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া পোশাক শ্রমিকদের মধ্যে রয়েছেন আশুলিয়ায় অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড, গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠান ও ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের ডাকে সাড়া দেননি তারা। যাদের তলব করা হয় তারা হলেন- স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং আরেক পিও মাহমুদুল হাসান।এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ এড়ানোর কৌশল কাজে আসবে না। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। দুদক আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান চলবে।তিনি বলেন, সংশ্লিষ্ট যেসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করা হয়েছিল, তারা আজ উপস্থিত হননি। এখন পর্যন্ত তারা সময় বৃদ্ধির আবেদন করেননি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়েছে, এ সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। নির্ধারিত সময়ে অনুসন্ধান সম্পন্ন করে আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তারা দুদককে এড়িয়ে চলছেন কি না এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না- জানতে চাইলে মো. আক্তার হোসেন বলেন, অনুসন্ধানের স্বার্থে যা যা প্রয়োজন, অনুসন্ধান দলের কাছে যদি প্রতীয়মান হয় যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন- তাহলে তাদের জন্য কী পদ্ধতি অনুসরণ করতে হবে অনুসন্ধানকারী কর্মকর্তারা সে বিষয়টি জানেন। নিশ্চয় তারা সে বিষয়ে ব্যবস্থা নেবেন।কোনো উপদেষ্টাকে তলব করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একান্তভাবে অনুসন্ধান দলের। তারা যাদের অভিযোগ সংশ্লিষ্ট মনে করবেন অথবা অভিযোগ প্রমাণে সহায়ক মনে করবেন, তাদের যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য, বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন।দুদকের পরবর্তী করণীয় কী জানতে চাইলে দুদক মহাপরিচালক বলেন, আমাদের অনুসন্ধান দল তাদের আরও একবার সুযোগ দিতে পারে। সেখানে নোটিশে লেখা থাকে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এ বিষয়গুলো উল্লেখ থাকে। তিনি এ সুযোগটা মিস করবেন। তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর কৌশল কাজে আসবে না।সরকারের দুই প্রতিনিধি আসলেন না- এটা খারাপ বার্তা দিল কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আসলে তেমন নয়। আমরা তাদের অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবেচনা করবো। যাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে এবং অনুসন্ধান চলছে, আমরা তাদের সেই হিসেবে বিবেচনা করবো। তারা যদি এখানে এড়িয়ে যান, কেউ যদি সুযোগ না নেন- সেই কারণে অনুসন্ধান থেমে থাকবে না।এছাড়া দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া এ বি এম গাজী সালাউদ্দিনকে আগামী ২১ মে তলব করেছে দুদক। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেমকে ২২ মে তলব করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।তিনি বলেছেন, স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ সকালে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে, সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি পর্যায়ে ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশার বাস্তবায়ন হলো।এদিকে, স্টারলিংক ইন্টারনেটে খরচ হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে।পাশাপাশি, যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে, এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা পাবেন।ভোরের আকাশ/এসএইচ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত আরও ৭ যোদ্ধাকে উন্নত চিকিৎসার লক্ষ্যে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের থাইল্যান্ড পাঠানো হয়। আহত সাতজনের মধ্যে আছেন- ঢাকা মেডিকেল থেকে ১ জন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে ১ জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স থেকে ৩ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ২ জন।স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যোদ্ধা ও তাদের পরিবার দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামীতে আরও ২০ জনের বেশি আহত যোদ্ধাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে এক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিন্স) থেকে তিন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে দুইজন রয়েছেন।প্রসঙ্গত, এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ৪৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। তাদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। সর্বশেষ আলোচিত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন মুখের পুনর্গঠন সার্জারির প্রথম ধাপ শেষে গত ৭ মে রাশিয়া থেকে দেশে ফেরেন।ভোরের আকাশ/এসএইচ
বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তৈরি পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার পর রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যেতে থাকেন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা।সরেজমিনে দেখা যায়, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া পোশাক শ্রমিকদের মধ্যে রয়েছেন আশুলিয়ায় অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড, গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠান ও ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।ভোরের আকাশ/এসএইচ