× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫ ০৮:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা মির্জা ফখরুল ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বিএনপি মহাসচিব বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত যে একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আমরা দেখি একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পাঁয়তারা শুরু হয়েছে।

আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরস্পর মুখোমুখি করার একটা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে, কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে- অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্নদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ওপর সব সময় গুরু দায়িত্ব এসে পড়ে, সেই দায়িত্বটি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব, সেই দায়িত্বটি হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য কাজ করা শুরু করেছিলেন, এখন তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ এবং দেশের মানুষের আশা-আকাক্সক্ষাগুলোকে বাস্তবায়িত করবার জন্য আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে তাদের কাজ করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা যেন আর কখনো কেউ কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেভাবে বিএনপির প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। এই ৪৪তম শাহাদাতবার্ষিকীতে আজকে শোক নয়, আমরা শোককে সমস্ত শক্তি পরিণত করতে চাই।    

ফখরুল বলেন, আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে ১৫ বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, বাংলাদেশে আবারও সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবার জন্য যারা এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে। সেই সময়েও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আামাদেরকে বারবার মনে রাখতে হবে।  

যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
বিএনপির ৮ দিনের কর্মসূচি

বিএনপির ৮ দিনের কর্মসূচি

শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের কী দোষ, প্রশ্ন রিজভীর

শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের কী দোষ, প্রশ্ন রিজভীর

ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

জরুরি যৌথসভা ডেকেছে বিএনপি

জরুরি যৌথসভা ডেকেছে বিএনপি

জরুরি যৌথসভা ডেকেছে বিএনপি

জরুরি যৌথসভা ডেকেছে বিএনপি

 ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

সংশ্লিষ্ট

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক এনসিপির

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক এনসিপির

তিন সমন্বয়ককে ছেড়ে দেয়া হলো হান্নান মাসউদের জিম্মায়

তিন সমন্বয়ককে ছেড়ে দেয়া হলো হান্নান মাসউদের জিম্মায়

নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির ৮ দিনের কর্মসূচি

বিএনপির ৮ দিনের কর্মসূচি