ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৬:৫৮ পিএম
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার আখানগর রেল স্টেশনের উত্তরপাশে রেললাইন পার হতে গিয়ে চলন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই কামরুজ্জামান।
নিহত গোলাম রব্বানী (৫০) সদরের আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত টনু মুন্সির ছেলে। সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি।
জানা গেছে, সকাল ৮টার দিকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে গোলাম রব্বানী তার ছেলের সঙ্গে বাড়ির পাশে মরিচ তুলতে যান। কাজ শেষে ছেলে আগে বাড়ির পথে রওনা দেন এবং বাবাকে ধীরে আসতে বলেন। কিছুক্ষণ পর রব্বানী রেললাইন পার হতে গেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রব্বানীর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ট্রেন আসতে দেখে আমিসহ আরও কয়েকজন জোরে চিৎকার করি গোলাম রব্বানীকে থামানোর জন্য। কিন্তু সে কানে শুনতে না পাওয়ায় কোন সাড়া দেয়নি। রেললাইনে ওঠা মাত্রই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে গোলাম রব্বানীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ