রাজবাড়ী প্র্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৫:৩৮ পিএম
দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের নিয়ে এইডস বিষয়ক সচেতনতামূলক সভা
রাজবাড়ীর গোয়ালন্দে এইচআইভি/এইডস সম্পর্কে দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গোয়ালন্দ পৌর মিলনায়তনে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ও ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক ডা. মাছাজাবিন চৌধুরী, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, সমাজসেবা সহকারী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সেলর রুপা কুন্ডু, পায়াক্ট বাংলাদেশের শিক্ষা কো-অর্ডিনেটর শেখ রাজীব এবং অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন।
সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ।
ভোরের আকাশ/জাআ