চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৩:১৪ পিএম
আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কর্মসূচি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুইদিন রেল অবরোধ করবে জেলাবাসী। আগামীকাল বুধবার ও পরেরদিন বৃহস্পতিবার এ রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও সুশাসনের জন্য নাগরিক-সুজন আলাদাভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।
আয়োজকরা জানিয়েছেন, প্রথমদিন বুধবার সকাল ১০ টায় রেল স্টেশনে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় স্টেশনে মানববন্ধন কর্মসূচিও পালিত হবে। পরদিন বৃহস্পতিবারও দুই ঘণ্টা রেল অবরোধ কর্মসূচি পালিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। রেল কর্তৃপক্ষের উদাসিনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও সুজন, চাঁপাইনবাবগঞ্জ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানান তারা।
ভোরের আকাশ/আজাসা