মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৯:৩০ পিএম
মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার আবেদন খারিজ করেছে বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনাল।
সোমবার (৫ মে) দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, নির্বাচনপরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদন না করায় এবং আরও কয়েকটি কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেন। তবে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির বলেন, ঘটনার ৩০ দিন অতিবাহিত হওয়ায় আবেদন গ্রহণযোগ্য হয়নি বলে আদালত মত দিয়েছেন। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।
বাদীপক্ষেও আরেক আইনজীবী ইসলামী আন্দোলন এর সহযোগী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ এর সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মো. হানিফ মিয়া বলেন, আমরা ন্যায়বিচারের স্বার্থে এই মামলা করেছি। আদালত কিছু প্রযুক্তিগত কারণ দেখিয়ে আবেদনটি খারিজ করেছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
২০২৩ সালের ১২জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম অংশগ্রহণ করেন। গত ১৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণার আবেদন করা হয়, যার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল ৫ মে।
ভোরের আকাশ/আমর