টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৫:৪১ পিএম
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জোবায়দা রহমান ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) টঙ্গী খাঁ-পাড়া এলাকায় গাজীপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সমাজ সেবক মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান রাশেদুল ইসলাম খান রাসেল, টঙ্গী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সদস্য সচিব বুলবুল আহমেদ প্রমুখ।
খেলায় অংশ গ্রহণকারী রানার্সআপ দলকে এম/এস রওশন আরা ইলেকট্রনিক্সের উদ্যোগে ১০ হাজার টাকা ও বিজয়ীদলকে মায়ের দোয়া ফ্যাশনের উদ্যোগে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসআই