কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
কাপাসিয়া থানার সামনে থেকে শেফালী রানী সাহা নামের নারীর কাছ থেকে প্রায় সাড়ে তিন বড়ি স্বর্ণ হাতিয়ে নিয়েছিল একটি চক্রটি। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার দিকে বাজারে আসার সময় চক্রটি শেফালী রানীকে একটু কথা আছে বলে একটি পিতলের পয়সা দেখান তারপর নাকে সামনে এক টুকরো কাগজ নিয়ে শুকান। এর কিছুক্ষণের মধ্যেই শেফালী রানী শয়তানের নিঃশ্বাসের চক্রটির পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কাপাসিয়া সরকারি পাইলের উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি এসে শেফালী রানীকে বলে আপনার কাছে যা কিছু আছে আমাদেরকে খুলে দেন, তারপর সাথে থাকা গলার চেইন হাতের দুইটি আংটি একজোড়া কানের দুলসহ সবকিছু হাতিয়ে নেন যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকার উপরে।
সবকিছু নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফিরে আসলে সে এ প্রতিবেদককে বলেন, পয়সাটি দেখায় আমার নাকের সামনে দিয়ে একটি কাগজের টুকু নিয়ে যায় তারপর থেকে আমি কোন কিছুই বলতে পারিনি, সবকিছুই খুলে দিয়েছি তারপর অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। শেফালী রানী সাফাইশ্রী গ্রামের মৃত দুলাল সাহার স্ত্রী।
ভোরের আকাশ/মো.আ.