গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০২:৫৫ পিএম
শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার অভিযোগ তুলে এ ঘটনার বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৫ মে) বেলা ১১ টার দিকে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক।
বক্তারা ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম হত্যাকাণ্ড চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই কাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভোরের আকাশ/এসএইচ