ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৭ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল পল্লী বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুটে নেয়।তবে সাংবাদিকদের প্রশ্নের আগে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে কিছুই জানেন না বলেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায় শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় আহত শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের দুই কর্মী হলেন- ইনচার্জ নিরঞ্জন মণ্ডল (৫০) এবং লাইনম্যান গ্রেড-১ তৌহিদুল ইসলাম (৩৮)।তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মাওনা জোনাল অফিসের অধীন শ্রীপুরের শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ জানান, ইনচার্জ নিরঞ্জন মণ্ডল ও লাইনম্যান তৌহিদুল ইসলাম রাত ১০ টার দিকে অফিস থেকে মাওনা ইউনিয়নের সিংদিঘী ও বাইলাবাড়ী গ্রামে গ্রাহকদের অভিযোগে বৈদ্যুতিক লাইন নিরসন সংক্রান্ত কাজে বের হন।
সেখান থেকে ফেরার পথে রাত ১১ টার দিকে শিমলাপাড়া বাজারের পূর্ব দিকের মেইন সড়কে হাসিখালি ব্রিজের পাশে পৌঁছালে অজ্ঞাত ১০-১২ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়।এ সময় ডাকাতরা পল্লী বিদ্যুতের ওই দুই কর্মীকে মারধর করে শালবনের গভীর জঙ্গলে নিয়ে গজারি গাছের সঙ্গে বেঁধে রাখে।
ডাকাত সদস্যরা তাদের কাছ থেকে অফিসের কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তাদের ব্যক্তিগত দুইটি মোবাইল ফোন লুটে নেয়।ডাকাতরা তাদের দুজনকে সড়কের পাশেই জঙ্গলে ফেলে রেখে ভোর ৫ টার দিকে চলে যায়। সকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাদের উদ্ধার করে।
শ্রীপুর থানাধীন মাওনা (চকপাড়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বুধবার দুপুরে বলেন, ‘শিমলাপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়ে আমি কিছুই জানি না।আপনাদের (সাংবাদিকদের) কাছেই শুনলাম।তবে এ বিষয়ে আমি খোঁজ নিয়ে ব্যাবস্থা নিবে।
মাওনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায় বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ভিকটিম (ভুক্তভোগীর) পক্ষ থেকেও তারা আরেকটি অভিযোগ দিবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ওই সড়কে পুলিশের মোবাইল টিম ডিউটিতে ছিল।তাদের কাছ থেকে জানতে পারলাম কোনও ডাকাতির ঘটনা ঘটেনি।একটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন টান দিয়ে নিয়ে গেছে।কোনও ডাকাতির ঘটনা না ঘটলেও তারা অভিযোগ দিলে আমরা মামলা নেবো।
ভোরের আকাশ/জাআ