কক্সবাজারের চকরিয়ায় ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতি হয়েছে। এ সময় ঘেরের চার কর্মচারী আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে এই ডাকাতি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী।বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক উৎপল বলেন, রাত আড়াইটার দিকে অস্ত্রধারী ৭-৮ ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ও কিরিচ ছিল। ডাকাতেরা খামার অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে বিক্রির জন্য প্যাকেট করা বাগদা, কোরাল, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। ঘের কর্মচারীদের দুটি মোবাইল ও ছয়টি টর্চলাইটও লুট করে নেয়। বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে।উৎপল জানান, ডাকাত দল যখন মাছ লুট করছিল, তখন কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। মারধরে ঘেরের মসজিদের ইমাম মোজাম্মেল হক, কর্মচারী নাসির উদ্দিন, মো. মোজাম্মেল ও মো. মিজান আহত হয়েছেন।উৎপলের তথ্য অনুযায়ী, এর আগে ২০২১ সালের ৫ জুলাই ও ২০২৪ সালের ৩ জুন দুই দফা ঘেরটি দখলে নিয়েছিল সন্ত্রাসীরা। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ত্রাসীরা ঘের ছেড়ে পালিয়ে গেলে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ আবার মাছ চাষ শুরু করে। সন্ত্রাসীদের দখলের ঘটনায় ২০২১ সালে চকরিয়া থানায় মামলা করা হয়েছিল। সেটি চলমান রয়েছে।এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খামার ব্যবস্থাপকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
১১ জুন ২০২৫ ০৮:৫১ পিএম
নাসিরনগরে লাশবাহী গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)। এ ঘটনায় অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে দু'জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এর আগে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ছবদর আলী (৭০) বৃহস্পতিবার রাতে মারা গেলে রাতেই অ্যাম্বুলেন্সে তার মরদেহ নাসিরনগর উপজেলায় গ্রামের বাড়ি মুকবুলপুরে (পূর্বভাগ ইউনিয়ন) আনা হচ্ছিল।পথিমধ্যে তিলপাড়া এলাকায় রাস্তার মাঝখানে গাছ ফেলে অ্যাম্বুলেন্স গতিরোধ করে একদল ডাকাত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি ভাঙচুর করে, মরদেহের পাশে থাকা স্বজনদের ওপর হামলা চালায়; আহত হন নারীসহ ৯ জন। ছিনিয়ে নেওয়া হয় অর্ধলক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল ফোন সেট। ঐ সময় মরদেহে আঘাত করার অভিযোগও উঠে। তবে মরদেহে আঘাতের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেনি বলে জানিয়েছেন পুলিশ।ভোরের আকাশ/এসএইচ