জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৭:৩৩ পিএম
২২ কেজির এক পাঙাশ ৪০ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটির ওজন ২২ কেজি। বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায়।
মঙ্গলবার(৬মে) বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে ধরা পড়েছে মাছটি।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা। আড়তদার শাহজাহান প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।
আড়তদার শাহজাহান জানান, পদ্মার এমন বড় পাঙাশ বহুদিন পর পেলাম। মাছটি কিনে ঢাকার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে প্রতি কেজি ১শ টাকা লাভে মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ২০০ টাকা লাভ হয়েছে।
পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।
ভোরের আকাশ/আমর