ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৩ পিএম
ছবি: ভোরের আকাশ
আজকাল অনেকেই অনেক কথা বলে, অনেকে নানা ধরনের ভয় দেখায়। কিন্তু ভয় পেতে হবে কেবল রাব্বুল আল আমিনের। আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে পিছিয়ে দিতে ও বিলম্বিত করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো অবস্থাতেই তাদের জয়ী হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হলে দরকার জনগণের ইস্পাত-কঠিন ঐক্য।
এজন্য গ্রামে-গ্রামে গিয়ে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলতে হবে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই ষড়যন্ত্রকারীরা পালাতে বাধ্য হবে এবং জনগণ বিজয়ী হবে।
শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।
তিনি আরও বলেন,
বিএনপি একটি গণমানুষের দল, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
সদস্য নবায়নের ফরম নিয়ে ওয়ার্ড ও ইউনিয়নে মিটিং করে কর্মীদের নিয়ে ফরম পূরণ করবেন। যেন মানুষ বুঝতে পারে, প্রতিটি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম চলছে।
তিনি হুঁশিয়ার করে বলেন,
"আগামী নির্বাচন জিততে হলে সংগঠিত কর্মীবাহিনী প্রয়োজন। স্বৈরাচার পালিয়েছে, তবে স্বৈরাচারের দোসর এখনো আপনার-আমার ভেতরেই আছে। তারা ওঁত পেতে আছে।"
তিনি বলেন,
আল্লাহ রাব্বুল আল আমিন এবং জনগণই প্রকৃত শক্তির উৎস। জনগণকে ঐক্যবদ্ধ করে ৩১ দফার ভিত্তিতে ঐক্য গড়ে তুললে ধানের শীষ জয়ী হবে।
কিন্তু যদি জনগণকে ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে কয়েক হাজার কর্মী বাহিনী দিয়েও বিজয় সম্ভব হবে না। তাই সবাইকে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ, ৩১ দফার আলোকে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব বিএনপি পাবে।
স্বৈরাচারের প্রসঙ্গ তুলে ধরে ডা. জাহিদ বলেন,
"পৃথিবীর ইতিহাস বলে, কোনো ষড়যন্ত্রকারী চিরকাল জয়ী হয়নি। জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্রকারী মাথানত করেছে। ২০২৪ সালের ৫ আগস্টও সেই শক্তিধর স্বৈরাচার মাথানত করে পালিয়েছে। তাই জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।"
তিনি আহ্বান জানিয়ে বলেন,
"চলুন আমরা ঐক্যবদ্ধ হই, ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দিই।"
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর সদর বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী,উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, সদর বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া ও শাহজাহান ফকির,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, ইউসিসি চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান,আহসান কবীর, অ্যাড. সেলিনা প্রমুখ।
ভোরের আকাশ/তা.কা